An unorthodox Film
একটা মুভির গল্প বলি। মুভিটাতে তিনটা আলাদা আন্তঃসম্পর্কিত গল্প বলা হয় আর প্রত্যেকটা গল্পের একটা করে প্রধান চরিত্র থাকে । মুভিটাকে দেখার সময় যদি ৭ টা খন্ডে ভাগ করা হয় (1, 2, 3, 4a, 4b, 5, 6, 7), টাইমলাইন হিসেবে / তারিখ অনুযায়ী/ বাস্তবে মুভির কাহিনি 4a, 2, 6, 1, 7, 4b, 3, 5 অর্ডারে আগায়। এর মাঝে প্রথম এবং শেষ খন্ড পরস্পর জোড়া লাগানো আবার ২য় আর ৬ষ্ঠ খন্ড পরস্পর জোড়া লাগানো এবং তারা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে গল্পকে রিপ্রেজেন্ট করে৷ ২,৬ এর সংযুক্ত কাহিনির পরিণতি ১,৭ এর সংযুক্ত কাহিনি৷ সোজাসাপ্টা narrative style এর মুভির জগতে এই মুভিটার narrative style circular. আর মুভিটা আসলে পঞ্চম খন্ডেই শেষ হয়ে যায় যদিও দর্শক ৭ম খন্ড পর্যন্ত দেখে।
Forrest Gump আর Shawshank Redemption এর সাথে একই বছর মুক্তি না পেলে এটা অস্কার পেয়ে যেত। 67th Best Picture Award Forrest Gump পায়। কিন্তু সে খালি হাতে ফিরেনি, IMDb top rated movies list এ এটা ১০ এর ভিতর জায়গা করে নিয়েছে।
Pulp Fiction (1994)
Director: Quentin Tarantino
IMDb : 8.9/10
Metacritic : 94%
Director: Quentin Tarantino
IMDb : 8.9/10
Metacritic : 94%