The Stranger without Dragon Tattoo



বিটকয়েন আবার তীব্রভাবেই ফিরে এসেছে। ২০১৭ তে বিটকয়েনের দাম তুঙ্গে ছিলো, ১৯ হাজার ডলারে পৌছেছিলো, বর্তমান সময়ে এর দাম আবার বাড়ছে, এক বিটকয়েনের দাম ৫০ হাজার ডলার টাচ করেছে হঠাৎ করেই। এই যখন ঘটনা, বিটকয়েনের রহস্যময় উদ্যোক্তা হিসেব করলে রীতিমত বিলিয়ন ডলার সম্পত্তির উপর বসে আছে এবং আপনাকে বললে বিশ্বাস করবেন না ২০১০ সালে বিটকয়েনের দাম ০.০১ ডলারও ছিলো না।


সর্বসম্মতিক্রমে ধরে নেওয়া হয় যে Satoshi Nakamoto হলো Bitcoin এর উদ্যোক্তা। কিন্তু কেউ এই ভদ্রলোককে অফিশিয়ালি শনাক্ত করতে পারে নি এখনো, পাবলিকলি বক্তব্য দিতেও দেখেনি বা ব্যাক্তিগতভাবে তার সাথে কাউকে সাক্ষাত করতেও শোনা যায় নি৷ তাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করা হয়েছে৷ কিন্তু কেউ জানেই না সে আসলে বাস্তবে আছে কিনা, বা অন্তত কখনো জীবিত নিঃশ্বাস নেওয়া ব্যক্তি হিসেবে ছিলো কিনা৷ সে মৃত হতে পারে, নারী হতে পারে, ছদ্মনামও হতে পারে। কেউ জানে না।


বিটকয়েনের অন্যতম অনন্য বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে ২১ মিলিয়নের বেশি বিটকয়েন তৈরী করা হবে না (যেখানে অন্যান্য মুদ্রার ধর্ম হলো ছড়িয়ে পরা)। এইজন্য বিটকয়েন এত দুর্লভ এবং ঠিক এইজন্যই বিটকয়েন বিনিয়োগকারীদের খুব প্রিয়৷ এখন বিটকয়েনের উদ্যোক্তা হিসেবে Satoshi নিজের জন্য এক মিলিয়ন বিটকয়েন রেখে দেয় বিটকয়েন চালু হওয়ার সময়, মানে ২০০৯ সালে(মোট বিটকয়েনের ৪.৮%)। তো সেই হিসেবে শুধু বিটকয়েন বিবেচনা করে Satoshi এর সম্পত্তির মূল্য বর্তমানে ৪৮ বিলিয়ন ডলার যা তাকে পৃথিবীর ২৭ তম ধনী ব্যাক্তির জায়গায় তুলে দেয়।


এখন এটা খুবই সন্দেহজনক না যে একটা লোকের কাছে এক মিলিয়ন বিটকয়েন আছে এবং সেটাতে সে কখনো হাতই দেয় নি? অন্তত ২০০৯ সালের পর থেকে গত ১১ বছর এই এক মিলিয়ন বিটকয়েনে কোন স্পর্শ পরে নি। যেই জিনিসটার দাম এক সময় ০.০১ ডলার ছিলো, অন্তত সেটা ১০০ ডলার হওয়ার পর বেচার চেষ্টা করবে না? বা ২০১৭ তে ১৯ হাজার ডলারে বেচবে না? বা অন্তত বর্তমানে ৫০ হাজার ডলারেও বেচবে না?


অনেকেই মনে করে Satoshi কোনদিনই বিটকয়েনে হাত দেয় নি কারণ আসলে সে মৃত। ২০১১ এর পর থেকে তাকে আর ইন্টারনেটে দেখা যায় নি। সম্ভবত কিছুদিনের ভিতরই সে মারা যায় এবং বিটকয়েনের সাফল্য(!) তার আর দেখা হয়ে উঠে নি। নাইলে আর কিভাবে ব্যাখ্যা করা যায় যে এভাবে ৫০ বিলিয়ন ডলারের সম্পদে ধুলা পরে আছে৷ আর Satoshi যদি আসলেই মারা গিয়ে থাকে, এই ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি আর কোনদিন উদ্ধার করা সম্ভব না। ওয়ালেটের পাসওয়ার্ডের সাথে বিটকয়েনও ভেসে গেছে।


নাকি ২০০৯ থেকেই Satoshi জানতেন বিটকয়েনের দাম আজ ৫০ হাজার পার করবে এবং সামনে দাম আরো বাড়বে, যে দাম আমরা কল্পনাও করতে পারছি না?

 

Popular Posts