20 Quotes from Mahabharata

 


১. সুবর্ণ মৎস্যের লালসায় তোমার হাত থেকে রক্ত ঝরেছিলো, সত্যবতী। কিন্তু এই লালসায় (সাম্রাজ্ঞী হওয়ার) হৃদয় থেকে রক্ত বইবে। - শান্তনু


২. স্বর্ণের পাত্রে আহার পরিবেশন করা যায়, রন্ধন নয় - গুরু দ্রোণ

৩. দুর্বলতা তো ইশ্বর প্রদান করেন, কিন্তু সীমা? সীমা তো মানুষ নিজেই নির্ধারণ করে - শ্রীকৃষ্ণ

৪. সময়ের পূর্বে উচ্চারিত শব্দ সময়ের পূর্বে পেড়ে নেওয়া ফলের মতই ব্যর্থ হয় - বিদুর

৫. পরিবারের স্নেহ কবচ হয়ে থাকলে যথার্থ, কিন্তু সেই স্নেহ অস্ত্রে পরিণত হলে বিপর্যয় হয় - বিদুর

৬. এমন কোন ক্ষণ আছে যখন মৃত্যু এগিয়ে আসছে না? সে নিয়ে কিসের চিন্তা অর্জুন? কিন্তু নিজের প্রিয়জনের সাথে বাক্যালাপ করার জন্য সময় বের করা অধিক প্রয়োজন। - শ্রীকৃষ্ণ

৭. অহংকার কি ভয়েরই আরেক নাম নয় কি? - শ্রীকৃষ্ণ

৮. মৃত্যু তো একদিন সবারই হবে, মিত্র। কিন্তু আজ আমি এই ভেবেই আনন্দিত যে - ধৃষ্টদুম্ন যখন আমার মস্তক ছিন্ন করবে, তা কোন ক্রোধের বশে করবে না, নিশ্চয় কোন মহাসংকট থেকে মুক্তির জন্য করবে৷ - গুরু দ্রোণ

৯. সম্মানের জন্য সংঘর্ষ করা উচিত, কিন্তু অধর্মে সঙ্গ দিয়ে নয়। - কর্ণকে শ্রীকৃষ্ণ

১০. কৃষ্ণ - নদীর পথে যে পর্বত বাধা হয়ে দাঁড়ায় সে তো ভেঙ্গেই যায়। নদীর উপর অধিকার তো সমুদ্রেরই হয়৷
কর্ণ - আপনি সমুদ্রের শক্তির কথা বলছেন নাকি পর্বতের দুর্বলতার কথা বলছেন?
কৃষ্ণ - আমি নদীর নিয়তির কথা বলছি।

১১. দরিদ্রকে দান ভিক্ষা করা সহজ হয় কিন্তু সমর্থকে অধিকার প্রদানের কালে ইর্ষার উদ্ভব হয় - বিদুর

১২. শ্রীকৃষ্ণ - পরম্পরা অবিকল আম্রফলের মতই হয়। যখন ক্ষুদ্র থাকে, তখন সবারই তিক্ত লাগে৷ কিছুকাল পরে তার স্বাদ হয় টক, যার সেই স্বাদ পছন্দ সে তাকে গ্রহণ করে নেয়। আর আরো কিছুকাল পার হলে তার স্বাদ সুমিষ্ট হয়ে ওঠে। সবার প্রিয় হয়ে উঠে সে। কিন্তু আরো কিছুকাল কেটে যাওয়ার পর তাতে পচন ধরে। যে খায় সে ব্যাধি আম্রান্ত হয়ে পরে। অবশেষে পড়ে থাকে তার শুষ্ক বীজটি - যার কোন উপযোগিতা নেই৷ আমি পরম্পরার বিরোধী নই মহামহিম, কিন্তু পরম্পরা যখন শোষণের মাধ্যম হয়ে উঠে, তখন সেই পরম্পরাকে সমাধিস্থ করে নতুন পরম্পরাকে জন্ম দিতেই হয়।

ভীষ্ম - আর কোন পরম্পরা পচা গলা হয় - সেটা কে নিশ্চিত করে? আপনি, বাসুদেব?

শ্রীকৃষ্ণ - সময়৷

১৩. শত্রু আর ক্ষুধা যত প্রতীক্ষা করে, তত প্রবল হয়। ধৈর্য্য আর ঔষধি সময়ের সাথে সাথে দুর্বল হয় - মহর্ষি দুর্বাশা

১৪. মানুষের পক্ষে গোপন থাকা সবচেয়ে কঠিন কাজ। কারণ গোপন থাকার জন্য সর্বপ্রথম নিজের অহংকারকে ত্যাগ করে নিজের যোগ্যতাকে, নিজের সম্মানকে, নিজের শ্রেণীকে আর নিজের অস্তিত্বকে ভুলে যেতে হয়৷

১৫. ভবিষ্যতের দুঃখ বর্তমানের সুখকে ভক্ষণ করে সখী। কিন্তু ভবিষ্যতের সুখ বর্তমানের দুঃখকে দূর করতে পারে না - শ্রীকৃষ্ণ

১৬. বৃদ্ধ পিতা থেকে এত আশা করলে পুত্রের আয়ু বৃদ্ধি পায়, সম্মান নয় - অশ্বত্থামাকে গুরু দ্রোণ

১৭. এবার সময় হয়ে গেছে পুত্র। তুমি শান্ত হয়ে স্বর্গ অভিমুখে প্রস্থান করো। বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধার সম্মান না আমার প্রাপ্তি হবে না অর্জুনের। সেই সম্মান তুমি আমাদের থেকে ছিনিয়ে নিয়েছ পুত্র। - মৃত্যুর সময় অভিমন্যুকে কর্ণ

১৮. ধর্ম আর অধর্মের মাঝে এক তৃতীয় পরিস্থিতি থাকে জ্যেষ্ঠ৷ ধর্মরক্ষাহেতু অধর্মরূপে করা কার্য যদি অনিবার্য হয়ে পড়ে, তবে তাকে আপাতধর্ম বলা হয় - ভীমকে শ্রীকৃষ্ণ।

১৯. আপনারা তিনজন যদি নিজ নিজ ধর্ম ত্যাগ করে সমাজকল্যাণের চিন্তা করতেন, এই যুদ্ধই হতো না - কর্ণকে শ্রীকৃষ্ণ।

২০. কর্ণ - শুধু একটাই প্রশ্ন বাসুদেব, আমার সামর্থ্যের পরিচয় কি কখনো হবে না?
শ্রীকৃষ্ণ - রাধেয়, যখন আপনার হস্তে ধনুক নেই, আপনার রথের চাকা ভূমিতে আটকে রয়েছে, আর আপনার বিদ্যার বিস্মরণ ঘটেছে, এরূপ সুযোগের সঠিক ব্যবহার করে আপনাকে বধ করতে হচ্ছে - এটিই কি আপনার সামর্থ্যের প্রমাণ নয়?

Popular Posts